ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

স্বপন কুমার বালা বিএসইসি’র নতুন কমিশনার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
স্বপন কুমার বালা বিএসইসি’র নতুন কমিশনার

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালাকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার নিয়োগ করেছে সরকার।

 

অন্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দুই বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৮ এপ্রিল) আদেশ জারি করেছে।

 

গত ১২ এপ্রিল ডিএসই’র এমডি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক স্বপন কুমারের নিয়োগের মেয়াদ শেষ হয়।

স্বপন কুমার বালা নিয়োগের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

একজন চেয়ারম্যানের সঙ্গে চার কমিশনারকে নিয়ে বিএসইসি গঠিত। এম খায়রুল হোসেন কমিশনের চেয়ারম্যান এবং অধ্যাপক এম হেলাল উদ্দিন নিজামী, মো. আমজাদ হোসেন এবং মো. এম  সালাম সিকদার কমিশনারের দায়িত্বে আছেন।

গত জানুয়ারিতে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করা আরেক কমিশনার আরিফ খানের স্থলাভিষিক্ত হবেন স্বপন কুমার বালা।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৬
এসআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।