ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সূচকের ওঠা-নামায় চলছে লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ৬, ২০১৬
সূচকের ওঠা-নামায় চলছে লেনদেন

ঢাকা: সপ্তাহের চতুর্থ কার্য দিবস বুধবার (০৬ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকের ওঠা-নামার মধ্যদিয়ে চলছে লেনদেন।

 

এর আগে মঙ্গলবার (০৫ এপ্রিল) উভয় শেয়ারবাজারে দরপতন হয়েছে।

মঙ্গলবারের আগের দেশের দুই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনেদেন ছিলো।

 

বুধবার সকালে লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমতে থাকে। সূচকের এ ধারা অব্যাহত ছিলো ১১টা ২৪ মিনিট পর্যন্ত। এরপর আইসিবিসহ বড় ব্রোকারেজ হাউজগুলোর মার্কেট সাপোর্টের ফলে সূচক বাড়তে থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ডিএসইএক্স সূচক শূন্য দশমকি ৫৯ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৯ পয়েন্টে অবস্থান করে।

অপরবাজার সিএসই’র প্রধান সূচক সিএসইএক্স ৩৭ পয়েন্ট কমে ৮ হাজার ২২১ পয়েন্ট অবস্থান করছে। সকাল সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১১৬ কোটি টাকার কিছু বেশি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত আছে ৫৮টি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৬
এমআই/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।