ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

দুই বাজারে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৩ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
দুই বাজারে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা

ঢাকা: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৫ মার্চ) লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় বেড়েছে ২৪ পয়েন্ট।

অপর বাজার সিএসই’র সিএসইএক্স সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট।

ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ১২৫ কোটি টাকা। লেনদেন হওয়া ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ১৭১টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত আছে ৩৭টি।

অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ৭৯ লাখ টাকার। লেনদেন হওয়া ১৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ২৫টির এবং অপরিবর্তিত আছে ১৮টি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।