ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ঊর্ধ্বমুখী প্রবণতায় চলছে লেনদেন

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের দুই শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতায় দিনের লেনদেন চলছে।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও কিছুক্ষণ পর সূচকে মিশ্র প্রবণতা দেখা দেয়।



ডিএসইতে প্রথম ঘণ্টায় মূলসূচক ৬ পয়েন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে চার হাজার ৫৮৬ পয়েন্টে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত লেনদেন হয়েছে ২৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ১২৯টির আর অপরিবর্তিত রয়েছে ৬২টির। প্রথম ঘণ্টায় ১৩৪ কোটি টাকার লেনদেন হয়েছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম ঘণ্টায় সার্বিক সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ১৭২ পয়েন্টে। এর মধ্যে লেনদেন হয়েছে ১৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। যার মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

বাংলাদেশ সময়:১২২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।