ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মূল্য সংবেদনশীল তথ্য নেই আইপিডিসি’র

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
মূল্য সংবেদনশীল তথ্য নেই আইপিডিসি’র

ঢাকা: শেয়ারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ জানতে ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের (ডিএসই) দেওয়া চিঠির উত্তরে কোনো কারণ জানাতে পারেনি পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান আইপিডিস।

গত ২২ নভেম্বর আইপিডিসি কর্তৃপক্ষকে দেওয়া চিঠিতে কারণ জানতে চায় ডিএসই।

উত্তরে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে ডিএসই কর্তৃপক্ষকে জানায় আইপিডিসি।

গত ৫ নভেম্বর এ কোম্পানির শেয়ারের মূল্য ছিল ২১ টাকা। এরপর এগারো কার্যদিবসে কোম্পানির শেয়ারের মূল্য ৯টা বেড়ে ৩০ টাকায় দাঁড়ায়।

মঙ্গলবার (২৪ নভেম্বর) এ রিপোর্ট লেখার সময় আইপিডিসি’র শেয়ারের লেনদেন হয় ২৯.৩ টাকা থেকে ৩০.৪০ টাকার মধ্যে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
জেডএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।