ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

শেয়ারবাজার

লেনদেন বিলম্বে ডিএসইর দুঃখ প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
লেনদেন বিলম্বে ডিএসইর দুঃখ প্রকাশ

ঢাকা: কারিগরি ত্রুটির কারণে দেড় ঘণ্টা দেরিতে লেনদেন শুরু হওয়ায় দুঃখ প্রকাশ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।
 
রোববার (২২ নভেম্বর) বিকেলে ডিএসইর জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুর রহমান পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


 
এতে বলা হয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেম একটি কারিগরি ইস্যুতে বিলম্বে চালু হয়। এ বিলম্ব অবকাঠামোগত কারণে।
 
এটি ম্যাচিং ইঞ্জিন অথবা অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম বিষয়ক কোনো সমস্যার কারণে নয়। এ বিষয়ে সমস্যা চিহ্নিতকরণ, পৃথকীকরণ এবং প্রতিকারের কাজ চলছে।
 
বাজারে অংশগ্রহণকারীদের কাছে সংশ্লিষ্ট অসুবিধার জন্য ডিএসই কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এএসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।