ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আমরা টেকনোলজির লভ্যাংশ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আমরা টেকনোলজির লভ্যাংশ ঘোষণা

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের প্রতিষ্ঠান আমরা টেকনোলজিস শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।



৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ নভেম্বর।

সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৬৫ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২১.৬২ টাকা।

২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া আমরা টেকনোলজি গত বছরও শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

বাংলাদেশ সময়:১১০৬ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।