ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পেনিনসুলার ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
পেনিনসুলার ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা ছবি : সংগৃহীত

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও আরামদায়ক খাতের প্রতিষ্ঠান দ্য পেনিনসুলা চিটাগং লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য মোট ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।



ডিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

৩০ জুন ২০১৫ সমাপ্ত বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

আগামী ২৫ নভেম্বর চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত দ্য কিং অব চিটাগং কনভেনশন সেন্টারে পেনিনসুলার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ অক্টোবর।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া পেনিনসুলা গত বছর ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।