ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আমান ফিডের লেনদেন শুরু ১ সেপ্টেম্বর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
আমান ফিডের লেনদেন শুরু ১ সেপ্টেম্বর

ঢাকা: পুজিঁবাজারে তালিকাভুক্ত কোম্পানি আমান ফিড লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ১ সেপ্টেম্বর মঙ্গলবার শুরু হবে। এদিন কোম্পানিটি পুঁজিবাজারে 'এন' ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।



ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আমান ফিডের ট্রেডিং কোড হবে 'AMANFEED'। আর ডিএসইতে কোম্পানি কোড হবে ৯৯৬৪১।

গত ৬ আগস্ট সিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানিটির তালিকাভুক্তিতে সম্মতি দেয়। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) পর গত ১৮ আগস্ট মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জেও তালিকাভুক্তির অনুমোদন পায় আমান ফিড লিমিটেড।

এছাড়া, গত ২৫ মে থেকে ৪ জুন পর্যন্ত কোম্পানিটি আইপিওর আবেদন ও টাকা জমা নেয়। নির্দিষ্টসংখ্যক শেয়ারের চেয়ে বেশি আবেদন জমা পড়ায় গত ২৬ জুন লটারির মাধ্যমে শেয়ার বরাদ্দ দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০১৫
এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।