ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

৩য় দিনেও কমলো সূচক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
৩য় দিনেও কমলো সূচক

ঢাকা: লেনদেনের প্রথম তিন ঘণ্টা উর্ধ্বমুখী থাকার পরও দিন শেষে ঋণাত্মক হয়ে পড়েছে উভয় শেয়ার বাজারের মূল্য সূচক। এ নিয়ে সোমবার (১৭ আগস্ট) পর্যন্ত টানা তিন কার্যদিবস শেয়ারবাজারে মূল্য সূচকের পতন ঘটলো।



দিন শেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ১৫ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় কমেছে ৩২ পয়েন্ট।
 
এদিন লেনদেনের শুরুতে ডিএসইতে সূচকে নিম্নমুখীতা দেখা দেয়। লেনদেনের প্রথম মিনিটেই ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট কমে যায়।
 অবশ্য পাঁচ মিনিটের ব্যবধানেই ঘুরে দাঁড়ায় সূচক। লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের দাম বৃদ্ধি পাওয়ার কারণে বাড়তে থাকে মূল্য সূচক। সূচক বৃদ্ধির এ ধারা লেনদেনর প্রথম এক ঘণ্টা অব্যহত রয়েছে।
 
বেলা ১০টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনর তুলনায় ৪ পয়েন্ট বেড়ে যায়। ১০টা ৫০ মিনিটে বাড়ে ২০ পয়েন্ট। বেলা ১১টায় বাড়ে ৩৫ পয়েন্ট। ১১টা ১০ মিনিটে বাড়ে ৩৯ পয়েন্ট।
 
এরপর বেলা ১১টা ২০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩০ পয়েন্ট বেড়ে যায়। বেলা সাড়ে ১১টায় বাড়ে ১৯ পয়েন্ট। ১১টা ৪০ মিনিটে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় বাড়ে ১৬ পয়েন্ট।
 
সূচক বৃদ্ধির এ ধারা লেনদেনের প্রথম তিন ঘণ্টা চলতে থাকে। তবে শেষ ঘণ্টায় এসে লেনদেন হওয়া অধিকাংশ প্রতিষ্ঠান দর হারালে ঋণাত্মক হয়ে পড়ে মূল্য সূচক।
দুপুর ১২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট। দুপুর ১টায় বাড়ে ১৫ পয়েন্ট। দুপুর ১টা ৩০ মিনিটে বাড়ে ৭ পয়েন্ট।

এরপর দুপুর ২টায় ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৩ পয়েন্ট পড়ে যায়। দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬৮ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে ডিএসই ৩০ মূল্য সূচক আগের দিনের তুলনায় ১৭ পয়েন্ট কমে ১ হাজার ৮২৭ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরীয়াহ্ সূচক আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট কমে ১ হাজার ১৭৩ পয়েন্টে অবস্থান করছে।

দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৬১০ কোটি ৪৮ লাখ টাকা। যা আগের দিনের তুলনায় ৭৭ কোটি ৮ লাখ টাকা বেশি। লেনদেন হওয়া ১১৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১৫৯টি এবং অপরিবর্তিত আছে ৪১টি।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- ইসলামী ব্যাংক, আরএসআরএম স্টিল, এসপিসিএল, অ্যাপেক্স ট্যানারি, ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, সেন্টাল ফার্মাসিটিক্যাল, লাফার্জ সুরমা সিমেন্ট, জিপি ও আইএফআইসি।
 
অপর শেয়ার বাজার সিএসইতে সিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৩২ পয়েন্ট কমে ৮ হাজার ৯১৭ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৪৮ কোটি ৪ লাখ  টাকা। লেনদেন হওয়ার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিটের মধ্যে ৮১টির দাম আগের দিনের তুলনায় বেড়েছে। কমেছে ১৩৫টি এবং অপরিবর্তিত আছে ৪৬টি।
 
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৫
এএসএস/এনএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।