ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পরামর্শক প্রতিষ্ঠানের কার্যক্রম খতিয়ে দেখবে বিএসইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫
পরামর্শক প্রতিষ্ঠানের কার্যক্রম খতিয়ে দেখবে বিএসইসি

ঢাকা: ‘১৮৫৭-অ্যাডভাইজার বাংলাদেশ লিমিটেড’ নামের এক ইক্যুইটি রিসার্চ ও করপোরেট ফাইন্যান্স বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানের কার্যক্রম খতিয়ে দেখবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


 
অভিযোগ আছে প্রতিষ্ঠানটি অনুমোদন ছাড়াই বিভিন্ন স্টক-ব্রোকারের কাছ থেকে ব্রোকারেজ কমিশন নিচ্ছে। আর এ অভিযোগেই খতিয়ে দেখতে তদন্ত কমিটি করেছে বিএসইসি।
 
কমিশনের এসআরআই বিভাগের নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে বলে বিএসইসি সূত্রে জানা গেছে।
 
তদন্ত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির উপ-পরিচালক মো. ওহিদুল ইসলাম ও সহকারী পরিচালক মো. সিরাজুল ইসলাম।
 
আদেশে উল্লেখ রয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর ২১ ধারা, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩-এর ১৭(ক) ধারা অনুযায়ী গঠিত কমিটি এ তদন্ত কার্যক্রম পরিচালনা করবে।
 
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।