ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪
ডিএসইতে লেনদেন কমলেও সিএসইতে বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেনের পরিমাণ বেড়েছে।



আগের কার্যদিবস মঙ্গলবার সূচক ও লেনদেন উভয়ই বেড়েছিল।

ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮৮ পয়েন্টে অবস্থান করে। এছাড়া ডিএস-৩০ সূচক ১৬ পয়েন্ট কমে এক হাজার ৬০২ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৬ পয়েন্ট কমে ৯৯৩ পয়েন্টে স্থির হয়।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৭টির দাম।

টাকার অংকে লেনদেনের শীর্ষ কোম্পানির মধ্যে ওঠানামা করে- বেক্সিমকো, লাফার্জ সুরমা, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, শাহজিবাজার পাওয়ার, অ্যাক্টিভ ফাইন, জেনারেশন নেক্সট, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, অ্যাপোলো ইস্পাত ও পেনিনসুলা।

লেনদেন হয় মোট ৩১৮ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছে মোট ৩৭৫ কোটি ৬৪ লাখ টাকা।    

এর আগে বেলা ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৬ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৬২১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৪ পয়েন্ট হয়।

বেলা সোয়া ১১টায় ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪ হাজার ৪২০ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ৬ পয়েন্ট কমে এক হাজার ৬১১ পয়েন্টে এবং ডিএসইএস সূচক সামান্য বেড়ে এক হাজার পয়েন্টে দাঁড়ায়।

দুপুর ১২টা ৩৫ মিনিটে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৩ পয়েন্টে, ডিএস-৩০ সূচক ১১ পয়েন্ট কমে এক হাজার ৬০৬ পয়েন্টে এবং ডিএসইএস সূচক ৪ পয়েন্ট কমে ৯৯৫ পয়েন্টে স্থির হয়।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ওয়েবসাইট সূত্রে জানা যায়, বুধবার সিএসইর সিএসসিএক্স সূচক ৬৮ পয়েন্ট কমে ৮ হাজার ৩২০ পয়েন্টে অবস্থান করে। এছাড়া সিএসই-৩০ সূচক ১৬৮ পয়েন্ট কমে ১১ হাজার ৭৮ পয়েন্টে দাঁড়ায়।

স্টক এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ২০৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দাম।

লেনদেন হয় মোট ৩৪ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল মোট ২৭ কোটি ৫২ লাখ টাকা।   

বাংলাদেশ সময় : ১১০৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৪/আপডেটেড : ১৪০৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।