ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আইন লঙ্ঘনে হারুন সিকিউরিটিজকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
আইন লঙ্ঘনে হারুন সিকিউরিটিজকে জরিমানা

ঢাকা: বিভিন্ন সিকিউরিটিজ আইন ভঙ্গ করার কারণে হারুন সিকিউরিজিকে তিন লাখ টাকা জরিমানা করেছেন নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
 
মঙ্গলবার কমিশনের ৫২৩তম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


 
পরিচালকবৃন্দ, কর্মচারী (অনুমোদিত প্রতিনিধিসহ) এবং তাদের পরিবারের সদস্যদের মার্জিন ঋণ দিয়ে সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা-২০০০ এর বিধি ৪(২)(৪) অনুযায়ী চুক্তির ৫ ধারা, ঋণ চুক্তি ব্যতিরেকে মার্জিন ঋণ দেওয়ার মাধ্যমে মার্জিন আইন, ১৯৯৯ এর ৩(২) ধারা এবং নন-মার্জিনেবল জেড ক্যাটাগরির শেয়ার ক্রমে মার্জিন ঋণ দেওয়ার মাধ্যমে কমিশনের নির্দেশনা লঙ্ঘন করায় এই জরিমানা ধার্য করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।