ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

মূলধন বাড়াতে শেয়ার ছাড়বে অ্যাক্টিভ ফাইন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪
মূলধন বাড়াতে শেয়ার ছাড়বে অ্যাক্টিভ ফাইন

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাক্টিভ ফাইন কেমিক্যাল কোম্পানির মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। এজন্য কোম্পানিটি বাজারে ২ কোটি সাধারণ শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।


 
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
 
কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে সঙ্গে ৫০ টাকা প্রিমিয়াম যোগ করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এই শেয়ার ইস্যু করবে। তবে প্রস্তাবটি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পর কার্যকর হবে।
 
কোম্পানি ২০১৩ সালের ১০ ডিসেম্বর বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের কাছ থেকে এই শেয়ার ছাড়ার অনুমোদন পায়। শেয়ারহোল্ডাররা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী আইসিবির কাছে এই ২ কোটি শেয়ার ছাড়ার অনুমোদন দেয়।
 
বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।