ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

আইপি'র নতুন প্রক্রিয়ায় ব্রোকার হাউজের তালিকা জমা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪
আইপি'র নতুন প্রক্রিয়ায় ব্রোকার হাউজের তালিকা জমা

ঢাকা: প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) নতুন প্রক্রিয়ার পাইলট প্রোজেক্ট অংশ নিতে আগ্রহী ব্রোকার হাউজগুলোর তালিকা জমা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।
 
রোববার উভয় স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) এ তালিকা জমা দেওয়া হয়।



আগ্রহী ব্রোকারদের নিয়ে শিগগিরই নতুন আইপিও প্রক্রিয়ার পাইলট প্রোজেক্ট চালু করা হবে।
 
ডিএসইর সদস্য মোট ৬৬টি ও সিএসইর সদস্য ৩০টি ব্রোকারেজ হাউজ এ প্রক্রিয়ায় অংশ নিতে সফটওয়্যার আপডেটসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে সফটওয়্যার আপডেটসহ অন্যান্য প্রয়োজনীয় প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে ডিএসইর ১৭টি ব্রোকার হাউজের।
 
এছাড়া ডিএসইর আরও ২৫টি ও সিএসইর ২০টি ব্রোকার হাউজ এ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সময় বাড়ানোর আবেদন জানিয়েছে।
 
গত ২০ মে বিএসইসির নিয়মিত কমিশন সভায় বিনিয়োগকারীদের সুবিধার্থে নতুন প্রাথমিক গণপ্রস্তাব সহজীকরণ প্রক্রিয়ার চূড়ান্ত অনুমোদন দেয় বিএসইসি। ১৫ জুলাইয়ের পর থেকে নতুন আইপিও প্রক্রিয়ার আবেদন গ্রহণ করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
 
নির্ধারিত সময়ের মধ্যে উভয় স্টক এক্সচেঞ্জের সদস্যভুক্ত ব্রোকারদের সফটওয়্যারসহ অন্যান্য প্রয়োজনীয় পরিবর্তন ও প্রস্তুতি গ্রহণ করে স্টক এক্সচেঞ্জ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ), অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) মাধ্যমে কমিশনকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়।
 
গত ১৫ জুলাইয়ের মধ্যে ডিএসই ও সিএসইর ব্রোকারদের তালিকা দাখিলের কথা থাকলেও পরে তা ২০ জুলাই পর্যন্ত সময় বাড়ায় বিএসইসি।
 
গত ১৫ এপ্রিল এ সংক্রান্ত খসড়া গাইডলাইনটির অনুমোদন দেয় বিএসইসি। গত ১৬ এপ্রিল গাইডলাইনটির ওপর চূড়ান্ত মতামত জানাতে স্টেকহোল্ডারদের চিঠি দেওয়া হয়। ওই মতামতের ভিত্তিতে গাইডলাইনটি চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জুলাই ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।