ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

সপ্তাহজুড়ে উভয় এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪
সপ্তাহজুড়ে উভয় এক্সচেঞ্জে লেনদেন বেড়েছে

ঢাকা: গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের পরিমাণ বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন ৮ দশমিক ২১ শতাংশ এবং সিএসইতে ৬ দশমিক ৮৫ শতাংশ বেড়েছে।


 
টাকার হিসাবে ডিএসইতে লেনদেন বৃদ্ধি পেয়েছে ৭৮ কোটি ৮৩ লাখ ১০৬ টাকা ও সিএসইতে ৬ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৬৩৭ টাকা।
 
অন্যদিকে, গত সপ্তাহে ডিএসইর ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স এবং ডিএসই শরীয়াহ সূচক বাড়লে কমেছে ডিএসই-৩০ সূচক। ডিএসইএক্স সূচক বৃদ্ধি পেয়েছে ২৯ দশমিক ০৬ পয়েন্ট ও ডিএসই শরীয়াহ সূচক ১ দশমিক ৯৮ পয়েন্ট। তবে ডিএসই-৩০ সূচক কমেছে ১ দশমিক ৪৬ পয়েন্ট।
 
এদিকে সিএসসিএক্স সূচক কমেছে মাত্র ১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক বৃদ্ধি পেয়েছে ৯৪ পয়েন্ট এবং সিএএসপিআই সূচক বৃদ্ধি পেয়েছে ৩৪ পয়েন্ট।
 
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইর সাধারণ সূচক (ডিএসইএক্স) ছিল ৪ হাজার ৩৬৩ দশমিক ০৯ পয়েন্ট। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৩৯২ দশমিক ১৫ পয়েন্টে।
 
অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সূচক (ডিএসইএক্স) বৃদ্ধি পেয়েছে ২৯ দশমিক ০৬ পয়েন্ট বা ০ দশমিক ৬৭ শতাংশ।
 
গত সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সিএসইর সিএসসিএক্স সূচক ছিল ৮ হাজার ৩২৭ পয়েন্টে। সপ্তাহ শেষে বৃহস্পতিবার সূচক কমে দাঁড়ায় ৮ হাজার ৩২৬ পয়েন্টে।
 
অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে সিএসসিএক্স সূচক কমেছে মাত্র ১ পয়েন্ট বা ০ দশমিক ০০১ শতাংশ।
 
গত সপ্তাহের অধিকাংশ কার্যদিবসেই ডিএসই ও সিএসইর সূচক ওঠানামা করেছে। এছাড়া কমেছে ডিএসই ও সিএসইতে লেনদেন হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
 
গত সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ২১ শতাংশ। লেনদেন হয়েছে মোট এক হাজার ৩৯ কোটি ১ লাখ ৭৪ হাজার ৮৯৪ টাকা। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৬০ কোটি ১৮ লাখ ৭৪ হাজার ৭৮৮ টাকা।
 
গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডিএসইর ৩০৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে মাত্র ১২০টির, কমেছে ১৪৭টির ও অপরিবর্তিত ছিল ৩৮টির দাম। লেনদেন হয়নি ৪টি প্রতিষ্ঠানের।
 
এর আগের সপ্তাহে লেনদেন হওয়া প্রতিষ্ঠাগুলোর মধ্যে দাম বেড়েছিল ৪৯টির, কমেছিল ২৪৩টির ও অপরিবর্তিত ছিল ১৩টির দাম। লেনদেন হয়নি ৩টি প্রতিষ্ঠানের।
 
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
 
এদিকে মোট ৫ কার্যদিবসে ডিএসইর দৈনিক গড় লেনদেন বৃদ্ধি পেয়েছে। গত সপ্তাহে দৈনিক গড় দাঁড়ায় ২০৭ কোটি ৮০ লাখ ৩৪ হাজার ৯৭৯ টাকা। এর আগের সপ্তাহে গড় লেনদেন ছিল ১৯২ কোটি ৩ লাখ ৭৪ হাজার ৯৫৮ টাকা।
 
অর্থাৎ গত সপ্তাহে এর আগের সপ্তাহের চেয়ে গড় লেনদেন বৃদ্ধি পেয়েছ ৮ দশমিক ২১ শতাংশ।
 
এছাড়া ডিএসইতে বৃদ্ধি পেয়েছে শেয়ার লেনদেনের পরিমাণ। গত সপ্তাহে ডিএসইতে মোট ২৬ কোটি ৬৬ লাখ ২৭ হাজার ৯৪টি শেয়ার হাতবদল হয়েছে। যেখানে গত সপ্তাহের আগের সপ্তাহে ছিল ২৫ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার ৪৪৩টি। সুতরাং গত সপ্তাহে শেয়ার লেনদেন বৃদ্ধি পেয়েছে ৩ দশমিক ৫২ শতাংশ।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- বেক্সিমকো লিমিডেট (১৯ দশমিক ৭৩ শতাংশ), এমজেএল বাংলাদেশ (১০ দশমিক ৬১ শতাংশ), বিজিআইসি (৬ দশমিক ৪৪ শতাংশ), বেক্সিমকো ফার্মা (৬ দশমিক ৩০ শতাংশ, বিএসআরএম স্টিল (৫ দশমিক ৮১ শতাংশ), এক্সিম ব্যাংক (৫ দশমিক ৪৮ শতাংশ), সমরিতা হাসপাতাল (৪ দশমিক ৭৫ শতাংশ), নিটল ইন্স্যুরেন্স (৪ দশমিক ৭৩ শতাংশ), মেঘনা সিমেন্ট (৪ দশমিক ৫৯ শতাংশ) এবং জিপিএইচ ইস্পাত (৪ দশমিক ২১ শতাংশ)।
 
অন্যদিকে সপ্তাহ শেষে দাম কমার ভিত্তিতে ডিএসইর শীর্ষ কোম্পানিগুলো হলো- সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স (২৫ দশমিক ১৯ শতাংশ), রূপালী লাইফ ইন্স্যুরেন্স (১৭ দশমিক ০০ শতাংশ), স্টাইল ক্রাফট (১২ দশমিক ৮৪ শতাংশ), এলআর গ্লোবাল মি. ফান্ড (১১ দশমিক ২৯ শতাংশ), সিয়ামপুর সুগার মিল (৯ দশমিক ২১ শতাংশ), মাইডাস ফিন্যান্স (৯ দশমিক ২০ শতাংশ), বিআইএফসি (৬ দশমিক ১৬ শতাংশ), বিডি ফিন্যান্স (৬ দশমিক ০২ শতাংশ), ফারইস্ট ইসলামী লাইফ (৪ দশমিক ৯১ শতাংশ) এবং স্ট্যান্ডার্ড সিরামিকস (৪ দশমিক ৪৬ শতাংশ)।
 
বাংলাদেশ সময় : ১১২৫ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।