ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ফারইস্টের আইপিও লটারিতে প্রতারণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
ফারইস্টের আইপিও লটারিতে প্রতারণা

ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইংয়ের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) লটারিতে প্রতারণার অভিযোগ তুলেছেন সাধারণ বিনিয়োগকারীরা। প্রতারণার অভিযোগে বিক্ষোভও করেছেন তারা।



অন্যদিকে, কোম্পানি কর্তৃপক্ষের দাবি যান্ত্রিক ত্রুটির কারণে অনাকাঙ্ক্ষিত ভুল হয়েছে। তবে লটারির ফলাফলে কোনো প্রভাব পড়বে না।

ফারইস্টের লটারি ড্র বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হলেও শিটে বুধবার দিবাগত রাত ১২ টা ১০ মিনিট উল্লেখ রয়েছে। সময়ের এই গোজামিল নিয়ে নিয়ে প্রশ্ন তোলেন উপস্থিত বিনিয়োগকারীরা। এ নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেন তারা।

লটারি প্রকাশের কাজে নিয়োজিত বুয়েট কর্তৃপক্ষের দাবি, যান্ত্রিক ত্রুটির কারণে সময়গত পার্থক্য হয়েছে। এছাড়া প্রকাশিত রেজাল্ট যে সঠিক তা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ যাচাই করেছে।

এক পর্যায়ে বিনিয়োগকারীরা নতুন করে কোম্পানির লটারি করার জন্য দাবি তোলেন। তবে ডিএসই ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃপক্ষ বুয়েট কর্তৃপক্ষেকে জানিয়েছে দুইবার লটারি করা যাবে না। সময়গত পার্থক্যের কারণে যে সমস্যা হয়েছে তা রোধে পুনরায় প্রিন্ট দেওয়া যেতে পারে। যেখানে লটারির ফলাফল আগের মতোই থাকবে বলে জানানো হয়।

আইপিওতে আবেদনকারীদের শেয়ার বরাদ্দ দিতে সকাল ১১টায় লটারি শুরু করে ফারইস্ট নিটিং। অনুষ্ঠানের উদ্বোধন করেছেন কোম্পানির ব্যববস্থাপনা পরিচালক আসিফুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক সৈয়দ মাজহারুল হক ও ইস্যু ম্যানেজার কোম্পানি আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রুবায়েত ফেরদৌস।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।