ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ফারইস্ট নিটিংয়ের আইপিও’র ড্র অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
ফারইস্ট নিটিংয়ের আইপিও’র ড্র অনুষ্ঠিত

ঢাকা: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) ড্র অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশনে এ ড্র অনুষ্ঠানের আয়োজন করা হয়।



জানা যায়, এ কোম্পানির আইপিওতে ১ লাখ ২৫ হাজার লটের জন্য আবেদন আহ্বান করা হয়। এর বিপরীতে ৭ লাখ ৩১ হাজার আবেদন জমা পড়ে। আবেদনের সংখ্যা ৫ দশমিক ৮ গুণ প্রায়।

টাকার হিসেবে কোম্পানিটির বাজার থেকে ৬৭ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করার কথা। কিন্তু আবেদন পড়েছে ৩৯৫ কোটি ১৮ লাখ টাকার। এর মধ্যে স্থানীয় বিনিয়োগকারীরা ৩৯৪ কোটি ১৮ লাখ ৪৬ হাজার ৭৭৫ টাকার আবেদন জমা দিয়েছেন।

ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৭ টাকা প্রিমিয়ামসহ ২৭ টাকা মূল্যে শেয়ার বিক্রয় করে। কোম্পানি দুই কোটি ৫০ লাখ শেয়ার ইস্যু করে। আর এর মাধ্যমে বাজার থেকে সংগ্রহ করার কথা ৬৭ কোটি ৫০ লাখ টাকা।

গত ৩০ জুন ২০১৩ সমাপ্ত বছর শেষে শেয়ার প্রতি আয় (ইপিএস) ২.৫৪ টাকা একং শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৯.৮ টাকা।

কোম্পানিটি শেয়ার বাজার থেকে টাকা উত্তোলন করে বিএমআরই, ব্যাংকের মেয়াদী ঋণ পরিশোধ করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

ফলাফল দেখতে নিচের লিংকে ক্লিক করুন: fareastknit.com

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।