ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পাবলিক লিস্টেড দুই প্রতিষ্ঠান ওবায়দুল করিমের কব্জায়!

শেখ নাসির হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪
পাবলিক লিস্টেড দুই প্রতিষ্ঠান ওবায়দুল করিমের কব্জায়! ওবায়দুল করিম

ঢাকা: আইন লঙ্ঘন করে দুটি পাবলিক লিস্টেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ দখল করে আছেন ওরিয়ন গ্রুপের মালিক ওবায়দুল করিম। একই ব্যক্তি তালিকাভুক্ত একাধিক কোম্পানির এমডি থাকার সুযোগ না থাকলেও বহাল তবিয়তেই রয়েছেন তিনি।



সূত্র বলছে, ওবায়দুল করিম ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড কোম্পানির এমডির পদে রয়েছেন। কোম্পানী দুটি পুঁজিবাজারের তালিকাভুক্ত। পুজিবাজার থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করে চলছে দুটি কোম্পানিই ।  
 
সূত্র আরো জানিয়েছে, শুধু এমডির পদ দখল করেই ক্ষান্ত নন ওবায়দুল করিম। স্ত্রী, ছেলে ও মেয়েকে এই দুই কোম্পানির পরিচালক করে রেখেছেন নিজের ইচ্ছ‍ামাফিক সকল সিদ্ধান্ত বাস্তবায়নে। এমনকি পৃথক দুটি তালিকাভুক্ত কোম্পানির জন্যও কোম্পানি সচিব আছে একজন। যা কোম্পানি আইনের ১০৯(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন।
 
কোম্পানি আইন ১৯৯৪ এর ১০৯ (১) ধারায় উল্লেখ আছে, ‘কোন পাবলিক কোম্পানি এবং পাবলিক কোম্পানির অধীনস্থ কোন প্রাইভেট কোম্পানি, এই আইন প্রবর্তনের পর, কোন ব্যক্তিকে ব্যবস্থাপনা পরিচালকরূপে নিয়োগ করিবে না, যদি তিনি অন্তত অপর একটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বা ম্যানেজার হিসাবে কর্মরত থাকেন। তবে শর্ত থাকে যে, কোম্পানির সাধারণ সভার সম্মতি ব্যতিরেকে এই ধারার অধীনে কোন ব্যক্তিকেই নিয়োগ করা যাইবে না৷’

কিন্তু ওরিয়ন ফার্মার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ওবায়দুল করিম তালিকাভুক্ত দুই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত রয়েছেন। যা কোম্পানির আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
 
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএ) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, ‘কোম্পানি আইনের ১০৯ (১) ধারা অনুযায়ী একই সাথে দুটি তালিকাভুক্ত কোম্পানির এমডি পদে থাকা অবৈধ। তবে আইন লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় তা আমার কাছে স্পষ্ট নয়। নিয়ন্ত্রক সংস্থা এ বিষয়টি খতিয়ে দেখতে পারে’
 
এ বিষয়ে কোম্পানি আইন বিশেষজ্ঞদের দাবি, আইনগতভাবে একই ব্যাক্তি একাধিক পাবলিক লিমিটেড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে থাকতে পারেন না। যদি কেউ থাকেন তবে তা অবৈধ।
 
ওরিয়ন ফার্মা ও ওরিয়ন ইনফিউশন কোম্পানির পরিচালক হিসেবে রয়েছেন- আরজুদা করিম, সালমান ওবায়দুল করিম, মিসেস জেরিন করিম এবং নমিনি ডিরেক্টর হিসেবে রয়েছেন হাসিনা বেগম। যারা সবাই ওবায়দুল করিমের পরিবারের সদস্য। এ ছাড়া এ দুই কোম্পানির কোম্পানি সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন ফেরদৌস জামান।
 
এ বিষয়ে কোম্পানির অফিসিয়াল ফোন নম্বর এবং কোম্পানি সচিব ফেরদৌস জামানের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলে কারও বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
 
বাংলাদেম সময়: ১২৩৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।