ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

ডিএসইতে জুনে বিদেশি বিনিয়োগ বেড়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, জুলাই ২, ২০১৪
ডিএসইতে জুনে বিদেশি বিনিয়োগ বেড়েছে

ঢাকা: দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মে মাসের চেয়ে জুন মাসে নিট বিদেশি বিনিয়োগ বেড়েছে। চলতি বছরের অধিকাংশ মাসেই বিদেশি বিনিয়োগ কমলেও জুন মাসে তা বৃদ্ধি পায়।


 
গত জানুয়ারিতে ডিএসইতে নিট বিনিয়োগ হয়েছিল ২৭৮ কোটি, ফেব্রুয়ারিতে ১২১ কোটি, মার্চে প্রায় ৯৭ কোটি, এপ্রিলে ৫৭২ কোটি ৮ লাখ ৯৪ হাজার ৯৮২ টাকা। মে মাসে তা কমে দাঁড়ায় ১২৮ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৭২১ টাকা। পরবর্তীতে জুন মাসে তা ফের বেড়ে দাঁড়ায় ৩৬২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ৬৯০ টাকায়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
 
গত জুনে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীরা মোট লেনদেন করেছেন ৬০২ কোটি ৩৮ লাখ ৬০ হাজার ২২৭ টাকা। যার মধ্যে শেয়ার ক্রয় করেছেন ৪৮২ কোটি ৫১ লাখ ৫ হাজার ৪৫৯ টাকা এবং বিক্রি করেছেন ১১৯ কোটি ৮৭ লাখ ৫৪ হাজার ৭৬৯ টাকার শেয়ার।

সুতরাং জুন মাসে ডিএসইতে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে ৩৬২ কোটি ৬৩ লাখ ৫০ হাজার ৬৯০ টাকা।
 
গত মে মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৫৭৭ কোটি ৪৯ লাখ ১৯ হাজার ৯৪৬ টাকা। যার মধ্যে শেয়ার ক্রয় করেছেন ৩৫৩ কোটি ৬ লাখ ৩৭ হাজার ৩৩৩ টাকা ও শেয়ার বিক্রি করেছেন ২২৪ কোটি ৪২ লাখ ৮২ হাজার ৬১২ টাকার।

সুতরাং মে মাসে ডিএসই নিট বিদেশি বিনিয়োগ হয়েছে মাত্র ১২৮ কোটি ৬৩ লাখ ৫৪ হাজার ৭২১ টাকা।
 
গত এপ্রিলে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছিল এক হাজার ১৮০ কোটি ৭৯ লাখ ১ হাজার ৭ টাকা। যার মধ্যে শেয়ার ক্রয় করেছেন ৮৭৬ কোটি ৪৩ লাখ ৯৭ হাজার ৯৯৫ টাকার ও বিক্রি করেছেন ৩০৪ কোটি ৩৫ লাখ ৩ হাজার ১২ টাকার।

সুতরাং এপ্রিল মাসে ডিএসইতে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে মাত্র ৫৭২ কোটি ৮ লাখ ৯৪ হাজার ৯৮২ টাকা।
 
মার্চে ডিএসইতে মোট বিদেশি বিনিয়োগ হয়েছিল ৩১৩ কোটি ৫৮ লাখ ৩৩ হাজার ৫১ টাকা। যার মধ্যে শেয়ার ক্রয় করেছেন ২০৫ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ১১১ টাকা ও শেয়ার বিক্রি করেছেন ১০৮ কোটি ৩০ লাখ ৯৭ হাজার ৯৩৯ টাকার।

সুতরাং মার্চ মাসে ডিএসইতে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে মাত্র ৯৬ কোটি ৯৬ লাখ ৩৭ হাজার ১৭২ টাকা।
 
অন্যদিকে, গত ফেব্রুয়ারি মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীরা মোট লেনদেন করেছেন ৫৩৩ কোটি ৬ লাখ ৪ হাজার ৭০৩ টাকা। যার মধ্যে শেয়ার ক্রয় বাবদ ৩২৭ কোটি ৫ লাখ ২৯ হাজার ৪৫৮ টাকা ও শেয়ার বিক্রি বাবদ ২০৬ কোটি ৭৫ হাজার ২৪৫ টাকা।
সে হিসেবে ফেব্রুয়ারি মাসে ডিএসইতে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে ১২১ কোটি ৪ লাখ ৫৪ হাজার ২১৩ টাকা।
 
এর আগে জানুয়ারি মাসে ডিএসইতে বিদেশি বিনিয়োগকারীদের মোট লেনদেন হয়েছে ৫২৭ কোটি টাকার কিছুটা বেশি। যার মধ্যে শেয়ার ক্রয় করেছেন ৪০৩ কোটি টাকার কিছুটা বেশি ও বিক্রি করেছেন ১২৪ কোটি টাকার কিছু বেশি।

সুতরাং জানুয়ারি মাসে ডিএসইতে নিট বিদেশি বিনিয়োগ হয়েছে ২৭৮ কোটি টাকার কিছুটা বেশি।
 
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, জুলাই ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।