ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

গেইন ট্যাক্স প্রত্যাহারে ইতিবাচক পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, জুন ২৯, ২০১৪
গেইন ট্যাক্স প্রত্যাহারে ইতিবাচক পুঁজিবাজার

ঢাকা: আগামী অর্থবছরের অর্থবিলে গেইন ট্যাক্স প্রত্যাহার ও লিস্টেড কোম্পানির ডিভিডেন্ডে কর রেয়াত বাড়ানোর খবরে ইতিবাচক প্রভাব পড়েছে দেশের দুই পুঁজিবাজারে। অন্য দিনগুলোর তুলনায় রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক ও লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা যায়।


 
এছাড়া এদিন আগের কার্যদিবসের চেয়ে ব্রোকারেজ হাউজগুলোতে বিনিয়োগকারীদের উপস্থিতিও বেশি লক্ষ্য করা গেছে। তাদের দাবি রমজানে এ ধারা অব্যাহত থাকলে আগামী ঈদের আগে কিছুটা মুনাফার মুখ দেখতে পাবেন তারা।
 
এ খবরে লেনদেনের শুরুতে উভয় স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। বেলা পৌনে দুইটার দিকে ডিএসইর সাধারণ সূচক ডিএসইএক্স বাড়ে ৭২ পয়েন্ট এবং লেনদেন হয় ২৬৩ কোটি টাকার কিছুটা বেশি।
 
এছাড়া একই সময়ে সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স বৃদ্ধি পায় ১২১ পয়েন্ট এবং লেনদেন হয় ২১ কোটি টাকার কিছুটা বেশি। যা বিনিয়োগকারীরা ইতিবাচকভাবে দেখছেন।

 

এ বিষয়ে শাকিল রিজভী সিকিউরিটিজ হাউজের বিনিয়োগকারী রহমান শিকদার বাংলানিউজকে জানান, ‌প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীদের জন্য কোনো প্রণোদনা না থাকায় বেশ হতাশ হয়েছিলাম। তবে অর্থবিল পাসের আগে অর্থমন্ত্রী আমাদের একেবারে হতাশ করেননি। আশাকরি পুরো রমজান মাস বাজার ভালো যাবে। তাছাড়া গেইন ট্যাক্স প্রত্যাহার করায় বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহণও বাড়বে।
 
মূলত : ২০১৪-১৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক হলেও অর্থবিল পাসের আগে তা পুষিয়ে দিলেন অর্থমন্ত্রী। গেইন ট্যাক্স প্রত্যাহার ও লিস্টেড কোম্পানির ডিভিডেন্ডে কর রেয়াত বাড়ায় বেশ খোশ মেজাজে আছেন বিনিয়োগকারীরা।
 
প্রস্তাবিত বাজেটে বিনিয়োগকারীরা ১০ লাখ টাকার ওপরে মুনাফা অর্জন করলে তার ওপর ৩ শতাংশ এবং ২০ লাখ টাকার ক্ষেত্রে ৫ শতাংশ করারোপ করা হয়েছিল।
 
এছাড়া লিস্টেড কোম্পানিগুলোর ক্ষেত্রে ৩০ শতাংশ ডিভিডেন্ড দিলে ১০ শতাংশ কর রেয়াত দেওয়ার বিষয়টি সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী। এতে বিনিয়োগকারীদের শেয়ার থেকে লভ্যাংশের পরিমাণ কিছুটা হলেও বাড়বে। এর আগে ২০ শতাংশ ডিভিডেন্ড দিলেই ১০ শতাংশ কর রেয়াত পেত লিস্টেড কোম্পানিগুলো।
 
জাতীয় সংসদে বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, 'পুঁজিবাজারের বিকাশ ও বিনিয়োগকে উৎসাহিত করার জন্য ব্যক্তি বিনিয়োগকারীদের শেয়ারবাজার থেকে প্রাপ্ত মুনাফা সম্পূর্ণ করমুক্ত সুবিধা পুনর্বহাল করা, করমুক্ত লভ্যাংশ আয়ের সীমা বৃদ্ধি করা এবং ৩০ শতাংশ বা অধিক লভ্যাংশ প্রদানকারী লিস্টেড কোম্পানিসমূহের প্রদেয় করের ১০ শতাংশ আয়কর রেয়াত প্রদানের প্রস্তাব বিবেচনার জন্য মহান সংসদকে অনুরোধ করছি। '
 
আনোয়ার সিকিউরিটিজের এক কর্মকর্তা জানান, অর্থমন্ত্রীর এ ধরনের সিদ্ধান্তে কিছুটা হলেও বিনিয়োগকারীরা স্বস্তি পেয়েছে। অন্যদিনগুলোর তুলনায় হাউজে বিনিয়োগকারীদের ভালো উপস্থিতি লক্ষ্য করা গেছে। গেইন ট্যাক্স প্রত্যাহার করার সিদ্ধান্ত এ বাজারকে প্রসারিত করতে সহায়তা করবে।
 
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জুন ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।