ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

রাজধানীতে পানির ট্যাংকে শিশুর লাশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪
রাজধানীতে পানির ট্যাংকে শিশুর লাশ ছবি: প্রতীকী

ঢাকা: এক মাস পর রাজধানীর দারুস সালাম এলাকার লালকুঠি এলাকার পরিত্যক্ত এক বাড়ির পানির ট্যাংক থেকে সাদিয়া আক্তার মৌ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে লাশটি উদ্ধার করে দারুস সালাম থানা পুলিশ।

শিশুটির বাবা পাভেল মিয়া। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চৌহর গ্রামে।

বর্তমানে তারা দারুস সালামের ১৮৩/সি লালকুঠি এলাকার বরিশাল গলিতে থাকেন।

দারুস সালাম থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমানের তৈরি করা সুরতহাল প্রতিবেদন থেকে জানা যায়, ফেব্রুয়ারির ২২ তারিখে শিশুটি নিখোঁজ হয়। এ ঘটনায় শিশুটির খালু দারুস সালাম থানায় একটি জিডি করেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে লালকুঠির এলাকার একটির পরিত্যক্ত ভবনের নিচ তলার পানির ট্যাংক থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এসআইর প্রাথমিক ধারণা, অসাবধানতাবশত পানির ট্যাংকে পড়ে গিয়ে শিশুটির মৃত্যু হতে পারে।

শিশুটির খালু জানান, সাদিয়া স্থানীয় একটি স্কুলের নার্সারিতে পড়ছিল। নিখোঁজ হওয়ার দিন সে স্কুল থেকে ফিরে নাগরদোলায় চড়বে জানিয়ে নানুর কাছ থেকে পাঁচ টাকা নিয়ে বেরিয়ে যায়। পরে আর বাসায় ফিরে আসেনি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।