ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

শেয়ারবাজার

পুনের ঘরে আরেক জয়

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২

দিল্লি: পুনে ওয়ারিয়র্সের ঘরে জমা হলো আরেকটি জয়। শনিবার দিল্লি ডেয়ারডেভিলসকে ২০ রানে হারিয়েছে তারা।

পুনে ওয়ারিয়র্স: ১৯২/৩ (২০ ওভার)
দিল্লি ডেয়ারডেভিলস: ১৭২/৭ (২০ ওভার)
ফল: পুনে ওয়ারিয়র্স ২০ রানে জয়ী
    
দিল্লির মাঠে এসে দিল্লি ডেয়ারডেভিলসকে হারিয়ে যাওয়া চাট্টিখানি নয়। পুনে ওয়ারিয়র্স সেই দুর্সাহস দেখিয়েছে ফিরোজ শাহ কোটলায়। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৯২ রান করে পুনে। জেসি রাইডার সাত চার ও চার ছয়ে ৫৬ বলে ৮৭, সৌরভ গাঙ্গুলি ৩৫ বলে পাঁচ চার ও এক ছয়ে ৪১ এবং চার চার ও দুই ছয়ে ১৩ বলে স্মিথ ঝড়ো ৩৪ রানের ইনিংস খেলেন।

জাবাব দিতে নেমে বীরেন্দ্র শেবাগ ৫৭ ও পিটারসেনের ৩২ রান মিলে নির্ধারিত ২০ ওভার শেষে ১৭২ রান করতে পারে দিল্লি ডেয়ারডেভিলস। পুনের থমাস তিনটি ও গাঙ্গুলি দুটি উইকেট নেন।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।