ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

সালতামামি

হবিগঞ্জে ১১ মাসে ৭৬ খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৪
হবিগঞ্জে ১১ মাসে ৭৬ খুন

হবিগঞ্জ: ২০১৩ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ৭৬টি খুনের ঘটনা ঘটেছে। এর মধ্যে অক্টোবর মাসে ছয়জন ও নভেম্বর মাসে সাতজন খুন হয়েছেন।



পুলিশ সুপার কার্যালয় সূত্র বাংলানিউজকে জানায়, এ সময়ের মধ্যে খুন, ডাকাতি, নারী নির্যাতন, অপহরণসহ বিভিন্ন অপরাধে মামলা হয়েছে দুই হাজার ৬৪৪টি।

এর মধ্যে ডাকাতির ২৫টি, দাঙ্গার ছয়টি, ধর্ষণের ৫৩টি, এসিড হামলার দু’টি ও নারী নির্যাতনের ১৯১টি, শিশু নির্যাতনের পাঁচটি, অপহরণের ১০টি, পুলিশের ওপর হামলার ঘটনার ছয়টি, চুরির ৩৭টি, গরু চুরির ২৫টি, গাড়ি চুরির ৩১টি, অন্যান্য চুরির ৬২টি, অস্ত্র আইনের চারটি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪৬৯টি, চোরাচালানের ১২টি ও অন্যান্য ১৬১৯টি মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৪
সম্পাদনা: শিমুল সুলতানা, অ্যাক্টিং কান্ট্রি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।