ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আমিরাতে রোজা শুরু মঙ্গলবার

মোহাম্মদ ইরফানুল ইসলাম, আমিরাত থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৪ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
আমিরাতে রোজা শুরু মঙ্গলবার

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোত রোববার রমজান মাসের চাঁদ দেখা যায়নি। অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মঙ্গলবার (১৩ এপ্রিল) রোজা শুরু হবে।

রোববার (১১ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে দেশটির চাঁদ দেখা কমিটি।

পবিত্র রমজান মাস উপলক্ষে আমিরাতের প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান ও ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী, দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম-সহ আমিরাতের সব বিভাগের শাসকরা শুভেচ্ছা জানিয়েছেন।

এ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের সব নাগরিক ও বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানান তারা।

রোজা বা সিয়াম ইসলাম ধর্মের পাঁচটি মূল ভিত্তির তৃতীয়। সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার এবং সেইসঙ্গে যাবতীয় ভোগ-বিলাস থেকেও বিরত থাকার নাম রোজা। ইসলামী বিধান অনুসারে, প্রতিটি সবল মুসলমানের জন্য রোজা রাখা ফরজ।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।