ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার মায়ের মৃত্যুতে বার্লিন বিএনপির শোক 

জার্মানি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৬ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২১
জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার মায়ের মৃত্যুতে বার্লিন বিএনপির শোক 

জার্মানি: বিএনপির জার্মান শাখার সভাপতি জনাব আকুল মিয়ার মা মধুমালা বিবির মৃত্যুতে শোক জানিয়েছেন বার্লিন বিএনপি।  

এক শোক বার্তায় বার্লিন বিএনপি জানায়, সংগঠনের সভাপতি মো. জসিম সিকদার ও সাধারণ সম্পাদক বাবুল ব্যাপারীসহ অন্যান্য নেতৃবৃন্দ জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়ার মায়ের মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

মৃত্যুকালে মধুমালা বিবির বয়স হয়েছিল ৮০ বছর। জানাজা শেষে তার মরদেহ সুনামগঞ্জের দিরাই উপজেলায় হাতিয়া গ্রামেই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।  

মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় সংগঠনের শোক বার্তায়।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, এপ্রিল ২, ২০২১
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।