ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

বাংলাদেশের জন্য কনসার্ট 

লাইফস্টাইল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
বাংলাদেশের জন্য কনসার্ট  বাংলাদেশের জন্য কনসার্ট 

দেশের অনেকাংশ ভয়াবহ বন্যায় প্লাবিত। এরইমধ্যে বন্যার পানি নামতে শুরু করেছে। তবে বন্যা পরবর্তী সময়ে মানুষের দুর্ভোগ আরও বাড়ছে।

বন্যার্তদের সহযোগিতার উদ্দেশে তহবিল সংগ্রহের জন্য কানাডার টরন্টো শহরে কনসার্টের আয়োজন করেছে হোপ বাংলাদেশ ফাউন্ডেশন।  

টরন্টো এবং বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের নিয়ে ১০ সেপ্টেম্বর (রোববার) স্থানীয় সময় বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত সবার জন্য চলবে "কনসার্ট ফর বাংলাদেশ"।

শহরের গ্র্যান্ড প্যালেস কনভেনশন সেন্টারে এটি অনুষ্ঠিত হবে।  

কনসার্টের বিষয়ে বাংলানিউজকে হোপ বাংলাদেশের প্রতিনিধি জানান যে, কনসার্টের সংগৃহীত অর্থ দিয়ে দেশের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের চাষাবাদের জন্য কৃষিপণ্য দিয়ে সহযোগিতা করা হবে। যাদের জমি নেই তাদের প্রতি পরিবারে অন্তত একটি ছাগল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে দেয়ার পরিকল্পনা করা হয়েছে।  

কানাডার টরন্টো শহরের বসবাসকারী বাংলাদেশীদের সঙ্গে নিয়ে দেশের অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ।

যোগাযোগ: [email protected]
৬৪৭-৬৪৬-০৮৪০

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।