ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মৃতের মঙ্গল কামনায় গাইযাত্রা উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
মৃতের মঙ্গল কামনায় গাইযাত্রা উৎসব গাইযাত্রা

ঢাকা: কাঠমান্ডু উপত্যকার অধিবাসীরা ‍‌মঙ্গলবার (৮ আগস্ট) উদযাপন করলো ঐতিহ্যবাহী গাই যাত্রা অনুষ্ঠান। পরিবারের প্রয়াত সদস্যদের মঙ্গল কামনায় নেপালী হিন্দুরা প্রতিবছর আগস্টের মাঝামাঝিতে ‌এ উৎসব আয়োজন করে থাকে।

এ সময় তারা গরু বা ছোট শিশুদের গরুর বেশভূষায় সজ্জিত হয়ে মৃতদের স্মরণে ‍অদ্ভূত এক শোভাযাত্রায় অংশ নেয়। এ সময় ফল, দই, রুটি, চাল, টাকা ইত্যাদি বিতরণ করে তারা।

মূলত নেয়ার ও থারু সম্প্রদায়ের মানুষই পালন করে অদ্ভূত এই ধর্মীয় উৎসব।

এ উৎসবে অংশগ্রহণকারীদের বিশ্বাস, তাদের মৃত আত্মীয় স্বর্গ যাত্রাকালে গরুর লেজ ধরেই কিংবদন্তির এক নদী পার হয়। এই উৎসব তাই মৃতের স্বর্গযাত্রায় সহায়ক।

আন্তর্জাতিক ডেস্কপ্রায় ৬শ’ বছর আগে রাজা প্রতাপ মল্ল  তার সন্তানের পরলোকগমনের পর মৃত্যুর ব্যথা ভাগাভাগি করতে এ উৎসব আয়োজন শুরু করেন।

বর্তমানে এ উৎসব ঘিরে কাঠমান্ডু উপত্যকার তিন জেলা কাঠমান্ডু, ভক্তপুর ও ললিতপুরে শোভাযাত্রা ছাড়াও নৃত্য ও নাট্যসহ বিদ্রুপাত্মক নানা প্রদর্শনীর আয়োজন করা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।