ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে বাংলাদেশ স্কুলে পাসের হার ৯৪.৪ শতাংশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৭
কাতারে বাংলাদেশ স্কুলে পাসের হার ৯৪.৪ শতাংশ

কাতার: কাতারের রাজধানী দোহার আবু হামর এলাকায় অবস্থিত ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত একমাত্র বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এমএইএম স্কুল অ্যান্ড কলেজে এ বছর পাসের হার  ৯৪.৪ শতাংশ। 

প্রতিষ্ঠানটি থেকে এ বছর ৭২ জন অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৬৮ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৪ শিক্ষার্থী।

 

আর চলতি বছর কাতারে সাত বিদেশি কেন্দ্রে এইচএসসিতে গড় পাসের হার ৯৪ দশমিক ২১ শতাংশ।

বাংলাদেশ এমএইএম স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জসিম উদ্দীন জানান, বিগত বছরের তুলনায় এ বছর ফলাফল অনেক ভালো হয়েছে। বাংলাদেশে এ বছর পাসের হার শতকরা ৬৮.৯১ শতাংশ হলেও আমাদের স্কুলে এ হার ৯৪ শতাংশের বেশি। আমি কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২ এপ্রিল। ব্যবহারিক পরীক্ষা ১৬ মে শুরু হয়ে শেষ হয় ২৫ মে। এর মধ্যে বিদেশের সাত কেন্দ্রে অংশ নেয় মোট ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জুলাই ২৩,২ ০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।