ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আরব সাগরে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
আরব সাগরে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী ছবি: ব‍াংলানিউজটোয়েন্টিফোর.কম

কাতার: আরব উপসাগরে কাতারের ঐতিহ্যবাহী সাম্পানে ভেসে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিলেন বাংলাদেশ লেখক-সাংবাদিক অ্যাসোসিয়েশন কাতারের সদস্যরা।

শনিবার (১ জুলাই) বিকেলে রাজধানী দোহার কার্নিশে এ ভ্রমণের আয়োজন করা হয়। এসময় বাংলা গানের সুরে নেচে-গেয়ে ঈদের আনন্দ উপভোগ করেন কাতারে কর্মরত বাংলাদেশি সংবাদকর্মী ও লেখক সদস্যরা।

আনন্দময় নৌকা ভ্রমণে উপস্থিত ছিলেন- অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আমিনুল হক, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ (নুর), সহ সভাপতি আকবর হোসেন বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ সালাম, সহ সম্পাদক মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তামীম রায়হান, সমাজকল্যাণ সম্পাদক নুরুল আলম ফয়েজ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আবু হানিফ রানা প্রমুখ।

সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- মীর মোহাম্মদ, সাবের হোসেন, দ্বীন ইসলামসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।