ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

কাতারে বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০২ ঘণ্টা, মে ৫, ২০১৭
কাতারে বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার

কাতার: কাতারের ছানাইয়্যা ৫২ নম্বর লেভার ক্যাম্পের বাসা থেকে সিরাজুল ইসলাম (৩৫) বাংলাদেশি এক ব্যক্তির গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ।

শুক্রবার (০৫ মে)  ভোর ৪টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি গাইবান্দা সুন্দরগঞ্জ থানা তালুক সর্বনান্দ গ্রামের সাদেক আলীর ছেলে।

তিনি কাতারে ছয় মাস ধরে একটি কোম্পানিতে কাজ করে আসছিলেন। কাতার পুলিশ মরদেহ উদ্ধার করে হামাদ হাসপাতাল মর্গে রেখেছে।

সিরাজুলের গ্রামের বাদশা মিয়া জানান, ছয় মাস আগে পরিবারের আর্থিক অনটন দূর করতে কাতারে পারি জমান সিরাজুল। স্ত্রী এবং এক ছেলে ও এক মেয়ে রয়েছে তার। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তিনি কেন এমন করলেন তা জানা যায়নি।  

কাতারে বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানান, দ্রুত সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।  

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, মে ০৫, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।