ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

এম এ গনিকে ইউরোপ আ’লীগের অভিনন্দন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, মে ৩, ২০১৭
এম এ গনিকে ইউরোপ আ’লীগের অভিনন্দন ‘গুণীজন সম্মাননা-২০১৭’ গ্রহণ করছেন এম এ গনি

সুইডেন: ‘গুণীজন সম্মাননা-২০১৭’ পাওয়ায় সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ গনিকে অভিনন্দন জানিয়েছে সংগঠনটির কেদ্রীয় কমিটি ও ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগ।

এ উপলক্ষে যৌথ বিবৃতি দিয়েছেন দলের নেতারা। বিবৃতিতে বলা হয়, মুক্তিযুদ্ধ সময়কালীন লন্ডন থেকে বাংলদেশের পক্ষে জনমত গঠনে অনন্য ভূমিকা পালনের জন্য এম এ গনিকে যে সম্মাননা জানানো হয়েছে তাতে ইউরোপপ্রবাসী বাঙালিরা গর্বিত ও আনন্দিত।

প্রবাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে ঐক্যবদ্ধ ও বলিষ্ঠ করতে সাংগঠনিক দক্ষতা ও কার্যক্রম সত্যিই প্রশংসনীয়।

এম এ গণিকে দেওয়া এ স্বীকৃতি ভবিষ্যতে ইউরোপ আওয়ামী লীগ হবে আরও বেশি গতিশীল।

বিবৃতিতে সই করেন, জার্মান আওয়ামী লীগের সভাপতি এ কে এম বশিরুল হক,  চৌধুরী সাবু, সাধারণ সম্পাদক শেখ বাদল আহমেদ, ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফারাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান খন্দকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ফ্রান্স আওয়ামী লীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক মুজিবর রহমান, বেলজিয়াম আওয়ামী লীগের সভাপতি শহিদুল হক, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী রতন, হল্যান্ড আওয়ামী লীগের সভাপতি শাহাদাত হোসেন তপন, সাধারণ সম্পাদক মুরাদ খান, স্পেন আওয়ামী লীগের সভাপতি শাকিল খান পান্না, সাধারণ সম্পাদক জহিরুল হক নয়ন, পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি রফিক উল্লাহ, সভাপতি জহিরুল ইসলাম জসিম, সাধারণ সম্পাদক শওকত ওসমান, সুইডেন আওয়ামী লীগ সভাপতি মনজুরুল হাসান, সাধারণ সম্পাদক লাভলু মনোয়ার, ফিনল্যান্ড আওয়ামী লীগ সভাপতি আলী রমজান, সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, নরওয়ে আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন মজুমদার, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ডেনমার্ক আওয়ামী লীগ সভাপতি ইকবাল হোসেন মিঠু, সাধারণ সম্পাদক ড. বিদ্যুৎ বড়ুয়া, সুইজারল্যান্ড আওয়ামী লীগ আহ্বায়ক ইমরান খান মুরাদ, সদস্য সচিব খলিলুর রহমান, গ্রিস আওয়ামী লীগের আহ্বায়ক রাকিব মৃধা, সদস্য সচিব মিজানুর রহমান, আয়ারল্যান্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক বেলাল হোসেন প্রমুখ।

এছাড়া ও মধ্যপ্রাচ্য আওয়ামী লীগ, লন্ডন, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের নেতা-কর্মী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এম এ গনিকে অভিনন্দন জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ০৩, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।