ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

ইতালি বিএনপির কালো দিবস পালন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৯ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
ইতালি বিএনপির কালো দিবস পালন ইতালি বিএনপির আলোচনাসভা

ইতালি বিএনপির কেন্দ্রীয় কমিটির আয়োজনে ৫ জানুয়ারি কালো দিবস পালন করা হয়েছে। রোমের তরপিনাতাস্থ সুন্দরবন রেস্টুরেন্টে বৃহস্পতিবার সন্ধ্যায় এ উপলক্ষে কালো ব্যাজ ধারন ও আলোচনা সভা করা হয়।

ইতালি বিএনপির সভাপতি শাহ তাইফুর ছোটনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন মোল্লার পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি জিয়াউল হক জিয়া, সাজ্জাদুল কবির, লায়লা শাহ, সালাউদ্দিন সুইট, যুগ্ম সাধারন সম্পাদক জুয়েল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রাহুল সহ আরো অনেকে।

সভায় বক্তারা ৫ই জানুয়ারিকে  গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে কালো ব্যাজ ধারন করেন।

ইতালী বিএনপির নির্বাচিত সভাপতি শাহ  ছোটন বলেন ৫ জানুয়ারি গণতন্ত্র হত্যা দিবস, ২০১৪ সালের এই দিনে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরন করে ডিজিটাল বাকশাল কায়েম করা হয়। সে ডিজিটাল বাকশালের ছোবলে ক্ষত-বিক্ষত বর্তমান বাংলাদেশ।

বাংলাদেশ সময় ০৪৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।