ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

জার্মানির হামবুর্গে প্রবাসীদের পিঠা উৎসব

অতিথি করেসপন্ডেন্ট, জার্মানি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
জার্মানির হামবুর্গে প্রবাসীদের পিঠা উৎসব

বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে জার্মানির হামবুর্গে আয়োজন করা হলো ঐতিহ্যবাহী পিঠা উৎসব।  

রোববার এই পিঠা উৎসবে অংশ নেয় অঙ্গরাজ্যটিতে বসবাসরত সঠবস্তরের প্রবাসী বাংলাদেশিরা।

গেল ২১ জানুয়ারি হামবুর্গের স্থানীয় একটি মিলনায়তনে জাগরণ জার্মানি বাংলাদেশ সমিতির আয়োজনে এই পিঠা উৎসবের আয়োজন করে প্রবাসীরা।

উৎসবে শুধু হরেক রকমের পিঠা-পুলিই নয়, ছিল প্রবাসীদের তৈরি নানা রকমের হাতের তৈরি নানা পণ্য ও দেশের তৈরি শাড়ি ও সালোয়ার কামিজসহ মাটির গহনার প্রদর্শণী। ঐতিহ্যবাহী এই উৎসবে পরিবার পরিজন নিয়ে আসতে পেরে খুশী প্রবাসীরা।  

বন্দরনগরী হামবুর্গে বসবাসরত প্রবাসীরা বলেন, প্রবাসের মাটিতে এমন পিঠা উৎসবের আয়োজন বাংলাদেশের সংস্কৃতি এবং ঐতিহ্যকেই আরো বেশি বিদেশিদের কাছে তুলে ধরা সম্ভব হবে। একইসাথে দেশটিতে জন্ম নেওয়া নতুন প্রজন্মের কাছে শুদ্ধাচার বিকাশে দারুণ ভূমিকা রাখবে বলেও বিশ্বাস প্রবাসীদের।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২৪
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।