ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

জিয়াউল হক জুমন, স্পেন প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্পেনের মাদ্রিদে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির দ্বি বার্ষিক পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার লক্ষ্যে আহ্বায়ক কমিটির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।  

গত বুধবার (২৯ নভেম্বর) রাতে রাজধানীর মাদ্রিদের একটি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টুর সভাপতিত্বে এবং সদস্যসচিব রাসেল দেওয়ানের সঞ্চালনায় এসময় বক্তব্য দেন- একেএম জহিরুল ইসলাম, সেলিম মিয়া, শাহ আলম, রানা আবেদীন, সুমন নূরসহ বিক্রমপুর মুন্সীগঞ্জ সমিতির বিভিন্ন নেতারা।

দ্বিতীয় পর্বে বিক্রমপুর মুন্সিগঞ্জ সমিতির আহ্বায়ক মাহবুবুর রহমান ঝন্টু আগামী ২০২৪-২৫ সালের জন্য ২৫ সদস্য বিশিষ্ট দ্বি বার্ষিক কার্যকারী পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভাপতি মিল্টন ভুঁইয়া কচি, সিনিয়র সহ-সভাপতি আল-আমিন শেখ, সহ-সভাপতি তাহের শেখ, সাধারণ সম্পাদক ইয়াংরাজ খান কমল রাজু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবু, কোষাধ্যক্ষ আলমগীর হোসেনসহ আরও অনেকে।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ বায়তুল মোকাররম জামে মসজিদের সভাপতি খোরশেদ আলম মজুমদার , বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আল মামুন, সাবেক সভাপতি জামাল উদ্দিন মনির, সাবেক সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক, বর্তমান সাধারণ সম্পাদক মুরাদ মজুমদার, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান সুন্দর, সাবেক সিনিয়র সহ-সভাপতি আল আমিন মিয়া, বর্তমান সহ-সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন কমিশনের সদস্য সচিব মো. দুলাল সাফা, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আব্দুল মুজাক্কির, নারায়ণগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি একরামুজ্জামান কিরণ, গ্রেটার সিলেট অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা আব্দুল কাইয়ুম মাসুক, মাওলানা আসাদুজ্জামান রাজ্জাক, স্পেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নয়ন, ভালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহি, ঢাকা জেলা অ্যাসোসিয়েশন ইন স্পেনের উপদেষ্টা মনিরুজ্জামান মনিরসহ মাদ্রিদ কমিউনিটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা নবনির্বাচিত কার্যকারী পরিষদের সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।