ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

প্রবাসে বাংলাদেশ

আরব আমিরাতে যুবলীগের ইফতারে প্রধান অতিথি এলিট 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
আরব আমিরাতে যুবলীগের ইফতারে প্রধান অতিথি এলিট 

ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় শারজাহ নূর আল হেলাল রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট।

সংগঠনের সংযুক্ত আরব আমিরাত শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রকৌশলী সুবোধ চৌধুরীর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংযুক্ত আরব আমিরাত শাখা যুবলীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম শফি। স্বাগত বক্তব্য দেন মো. নাছির উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আমিরাত যুবলীগের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল (সিআইপি), দুবাই বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা সাইফুদ্দিন আহমেদ, সভাপতি কাজী মো. আলী, সাধারণ সম্পাদক আনসারুল হক আনসার, আওয়ামী যুবলীগ সংযুক্ত আরব আমিরাত শাখার সহ-সভাপতি তাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর আলম।


প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সদস্য নিয়াজ মোর্শেদ এলিট আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়ন হয়েছে।  

এ সময় তিনি প্রবাসীদের কল‌্যাণে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ডও তুলে ধরেন।

সংযুক্ত আরব আমিরাতের যুবলীগ নেতাকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধের পাশাপাশি আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচারের আহ্বান জানান যুবলীগের কেন্দ্রীয় নেতা এলিট।

ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংযুক্ত আরব আমিরাত শাখা যুবলীগের সদস্য মো. জসিম উদ্দিন, জসিম তালুকদার, পিয়ার মোহাম্মদ, আজম খান, আব্দুল কাদের, দিদারুল আলম, হানিফ সিকদার, সেকান্দর খোকন, জাহাঙ্গীর আলম, মো. হারুন, আমিন উল্লাহ বাবর, মনিরুল ইসলাম, মিজানুর রহমান মিজান, জাহেদ চৌধুরী, ইমামুল হক বাঁধন, ইকবাল হোসেন, গিয়াস উদ্দিন, মো. জাহেদুল আলম, কফিল উদ্দিন, মো. ছালে, আমান উল্লাহ, রায়হান, আল আমিন হোসেন হৃদয়, আব্দুল মতিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১২১১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।