ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫১ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
রাজশাহীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের কিছু এলাকায় শনিবার (২১ আগস্ট) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. (নেসকো)।  

নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে- মহানগরীর বেশ কিছু এলাকার রাস্তা সম্প্রসারণ কাজে বৈদ্যুতিক পোল, লাইন উদ্ধার ও পুনঃস্থাপনের কাজ করা হবে। এ কারণে বিদ্যুৎ বন্ধ থাকবে। এ সময় মহানগরীর আহম্মদপুর মসজিদ সংলগ্ন এলাকা, সাগরপাড়া, বোসপাড়া ও আশপাশের কিছু এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি কাজের জন্য বিদ্যুৎ সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশও করেছে কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, আগস্ট ২১, ২০২১
এসএস/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।