ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

শিগগিরই আসছে বিদ্যুতের স্মার্ট প্রি-প্রেইড মিটার

কেরানীগঞ্জ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
শিগগিরই আসছে বিদ্যুতের স্মার্ট প্রি-প্রেইড মিটার উন্নয়ন মেলায় সমাপনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু

কেরানীগঞ্জ (ঢাকা): বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন, আমারা ইতোমধ্যেই দেশের বিভিন্ন উপজেলায় প্রি-পেইড মিটার দিয়েছি। বিদ্যুতের সিস্টেম লস কমাতে এবং গ্রাহকদের ভোগান্তি কমাতে শিগগিরই আসছে বিদ্যুতের স্মার্ট প্রি-প্রেইড মিটার। 

শনিবার (০৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন তেঘরিয়া উচ্চ বিদ্যালয়ে তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, স্মার্ট প্রি-পেইড মিটার স্থাপিত হলে ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে পরিশোধ করা যাবে বিদ্যুৎ বিল।

আগামী ডিসেম্বরের মধ্যে সারাদেশের প্রতিটি উপজেলায় ফাইবার অপটিক্যাল ক্যাবলের মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটি দেওয়া হবে।  

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহে এলিদ মাইনুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ।

আরও বক্তব্য রাখেন- তেঘরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. জজ মিয়া, কোন্ডা ইউপি চেয়ারম্যান ফারুক চৌধুরী, উপজেলা প্রকৌশলী শাহজাহান আলী, উপজলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।