ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

অষ্টগ্রামে ৪৭০ পরিবারে বিদ্যুৎ সংযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, মে ৩১, ২০১৮
অষ্টগ্রামে ৪৭০ পরিবারে বিদ্যুৎ সংযোগ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের ৪৭০টি পরিবার বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ মে) বেলা ২টার দিকে উপজেলার নোয়াগাঁও গ্রামে এ বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক।

উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ৩৬৬টি ও বাঘাইয়া গ্রামের ১০৪টি পরিবারের মাঝে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

এতে করে হাওরের বাঙ্গালপাড়া ইউনিয়ন শতভাগ বিদ্যুতের আওতায় আনা হয়েছে।

বাঙ্গালপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)  মো. সালাহউদ্দিন, অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা, অষ্টগ্রাম রোটারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজতবা আরিফ খান, অষ্টগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আলী, বাঙ্গালপাড়া ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক মীর জামাল ভূঁইয়াসহ উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, মে ৩১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।