ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সাতদিনের আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, আগস্ট ৩, ২০১৭
নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সাতদিনের আল্টিমেটাম নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সাতদিনের আল্টিমেটাম

কুড়িগ্রাম: কুড়িগ্রাম জেলায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়ে সাতদিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন কুড়িগ্রাম চেম্বার অব কমার্সের নেতারা।

বৃহস্পতিবার (০৩ আগষ্ট) দুপুরে কুড়িগ্রাম চেম্বার অব কমার্স হলরুমে আয়োজিত এক জরুরি বৈঠকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়ে আল্টিমেটাম ঘোষণা করা হয়।

কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি চৌধুরী শফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে বক্তব্য রাখেন- সংগঠনের সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি নুর ইসলাম, বস্ত্র ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রওশন আমিন আজাদ রিন্টু, সাংগাঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, চেম্বার অব কমর্সের সদস্য অলক সরকার, ব্যবসায়ী মো. ফজলুল হক, আব্দুর রহমান খান, মো. হাবিবুর রহমান, নাসিম পারভেজ, নুর ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, গত দুই মাস ধরে বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে ব্যবসা-বাণিজ্যে ধ্বস নেমেছে। বিঘ্নিত হচ্ছে শিক্ষার্থীদের পড়ালেখাসহ স্বাস্থ্য সেবা।

আগামী সাতদিনের মধ্যে বিদ্যুৎ সমস্যা সমাধান না হলে ব্যবসায়ীসহ সকল শ্রেণী-পেশার মানুষকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।