ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

গ্যাসের সঞ্চালন ট্যারিফ বাড়ানোর প্রস্তাব জিটিসিএল’র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
গ্যাসের সঞ্চালন ট্যারিফ বাড়ানোর প্রস্তাব জিটিসিএল’র

ঢাকা: গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) প্রতি ঘনমিটার গ্যাসের সঞ্চালন ট্যারিফ ০.১৫৬৫ থেকে বাড়িয়ে নূন্যতম ০.৩৬৬৫ টাকা নির্ধারণের প্রস্তাব করেছে।

রোববার (০৭ আগস্ট) রাজধানীর টিসিবি ভবনের অডিটরিয়ামে জিটিসিএলের আবেদনের পরিপ্রেক্ষিতে গণশুনানি চলছে।

শুনানিতে উপস্থিত রয়েছেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান এনআর খান, সদস্য মাকসুদুল হক ও রহমান র্মুশেদ।

জিটিসিএল’র পক্ষে শুনানিতে উপস্থিত রয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাহবুব সারওয়ারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও ভোক্তাদের পক্ষে উপস্থিত থেকে বক্তব্য রেখেছেন ভোক্তাদের সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশনের (ক্যাব) প্রতিনিধি ড. এম সামসুল আলম, ব্যবসায়ীদের প্রতিনিধি এফবিসিসিআই’র সভাপতি মাতলুব আহমেদসহ বিভিন্ন পেশা ও সংগঠনের প্রতিনিধিরা।

২০১৫-১৬ অর্থবছরকে যাচাই বর্ষ ধরে ২০১৬-১৭ অর্থবছরের রেভিনিউ রিকয়্যারমেন্টের আলোকে প্রতি ঘনমিটার গ্যাসের সঞ্চালন ট্যারিফ ০.১৫৬৫ থেকে বাড়িয়ে নূন্যতম ০.৩৬৬৫ টাকা নির্ধারণ আবেদন করেছে গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড।
 
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৫
এমএফআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।