ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুৎ-জ্বালানি সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
বিদ্যুৎ-জ্বালানি সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: আলোর পথে আরও এগিয়ে এমন প্রতিপাদ্যে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ উপলক্ষে লক্ষ্মীপুরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৮ ডিসেম্বর)সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়।

গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা কালেক্টর ভবণ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনায় সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সাজ্জাদুল হাসান।

সেখানে বক্তব্য রাখেন- বিদ্যুৎ উন্নয়ন বোর্ড নোয়াখালী অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, লক্ষ্মীপুর পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মো. শাহজাহান কবির, সহকারী জেনারেল ম্যানেজার জানে আলম ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর অঞ্চলের নির্বাহী প্রকৌশলী শেখ মুহাম্মদ দিলদার হোসেন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৮,  ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।