ঢাকা, বুধবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

যান্ত্রিক ত্রুটি

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিন ইউনিট বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, মে ২০, ২০১৫
আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিন ইউনিট বন্ধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: যান্ত্রিক ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ হয়ে গেছে।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে ইউনিটগুলোর উৎপাদন একযোগে বন্ধ হয়ে যায়।

ফলে জাতীয় গ্রিডে ২৬৪ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হ্রাস পেয়েছে।

আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলী মো. ইয়াকুব জানান, কেন্দ্রের সুইচ ইয়ার্ডের সাবস্টেশনে ১৩২ কিলোভোল্ট (কেভি) লাইনে ট্রিপ করে। এসময় বিদ্যুৎকেন্দ্রের চালু থাকা ৬৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দুই নম্বর ইউনিট, ১৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তিন নম্বর ইউনিট ও ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গ্যাস ইঞ্জিন একযোগে বন্ধ হয়ে এ বিড়ম্বনার সৃষ্টি হয়।

তবে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব প্রকৌশলীরা ত্রুটি মেরামতে কাজ করছেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৩৪ ঘণ্টা, মে ২০, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।