ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ড. হোসেন মনসুরের বিদায়, পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪
ড. হোসেন মনসুরের বিদায়, পেট্রোবাংলায় নতুন চেয়ারম্যান ড. হোসেন মনসুর

ঢাকা: পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে মেয়াদ বাড়েনি ড. হোসেন মনসুরের। নতুন চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন  জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব নাজিম উদ্দীন চৌধুরী।



রোববার মন্ত্রণালয়ের এক আদেশে নিজাম উদ্দীন চৌধুরীকে অতিরিক্ত এ দায়িত্ব দেওয়া হয়।

চেয়ারম্যান হিসেবে অধ্যাপক হোসেন মনসুরের চুক্তিভিত্তিক মেয়াদ গত শনিবার শেষ হয়। মেয়াদ বাড়ানোর জন্য তিনি অনেক তদবির চালিয়ে যাচ্ছিলেন বলে জানা গেছে।

গত ২০১০ সালের ১৯ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. হোসেন মনসুরকে দুই বছরের চুক্তিতে পেট্রোবাংলার চেয়ারম্যান নিয়োগ করে সরকার। পরে আরও ২ দফা তার মেয়াদ বাড়ানা হয়।

সব মিলিয়ে পাঁচ বছর ধরে পেট্রোবাংলার চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। যা দুর্নীতি দমন কমিশন (দুদক) অনুসন্ধান করে দেখছে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।