ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে আগ্রহী বাংলাদেশ

ডিপ্লোমেটিক অ্যাফেয়ার্স এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, মে ৭, ২০১৪
ভুটান থেকে বিদ্যুৎ আমদানিতে আগ্রহী বাংলাদেশ

ঢাকা: বাংলাদেশে নবনিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত পেমা চোডেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।

এ সময় বাংলাদেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা এবং ভুটানে ব্যপক পরিমাণ জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনার কথা উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটান থেকে বিদ্যুৎ আমদানির আগ্রহ ব্যক্ত করেন।



অন্যদিকে বাংলাদেশে উদ্বৃত্ত ইন্টারনেট ব্যন্ডউইথ আমদানির ব্যপারে ভুটানের রাষ্ট্রদূতের গভীর আগ্রহের প্রেক্ষিতে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এ সময় বাংলাদেশ ও ভুটানের মধ্যে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে পেমা চোডেন রফতানির ক্ষেত্রে দুদেশের তাদের রফতানি তালিকায় আরও নতুন নতুন পণ্য ও সেবা অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে।

ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশে আর্থ-সামাজিক ক্ষেত্রে উন্নয়নের প্রসংশা করেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মে ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।