ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি চলছে, প্রতিবাদে কার্যালয় ঘেরাও

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, মার্চ ৪, ২০১৪
বিদ্যুতের দাম বাড়ানোর গণশুনানি চলছে, প্রতিবাদে কার্যালয় ঘেরাও

ঢাকা: বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম সাড়ে ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করেছে।

অপরদিকে ৬ দশমিক ৬৬ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) টেকনিক্যাল কমিটি।



মঙ্গলবার বেলা ১১টায় বিইআরসি কার্যালয়ে বিদ্যুতের দাম বৃদ্ধির গণশুনানিতে এ প্রস্তাব তুলে ধরা হয়।

গণশুনানি গ্রহণ করেছেন বিইআরসির চেয়ারম্যান এআর খান, সদস্য ড. সেলিম মাহমুদ, প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন ও মাকসুদুল হক।

এদিকে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে ওই বিইআরসি কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি পালন করছে গণসংহতি আন্দোলন। গণশুনানি শুরুর পরপরই তারা এ কর্মসূচি শুরু করে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।