ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল লাইবেরিয়ার জাহাজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় ভিড়ল লাইবেরিয়ার জাহাজ 

বাগেরহাট: বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৫৪ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি আরভিকা।  

বুধবার (২৯ নভেম্বর) ভোরে বন্দরের হারবাড়িয়া এলাকায় নোঙর করে জাহাজটি।

এর আগে গত ১৮ নভেম্বর ইন্দোনেশিয়া থেকে এমভি আরভিকা জাহাজটি মোংলা বন্দরের উদ্দেশে ছেড়ে আসে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট টগি শিপিং এজেন্ট খুলনার ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল ইসলাম বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫৪ হাজার ৩০০ মেট্রিক টন কয়লা নিয়ে হারবাড়িয়া এলাকায় ভিড়েছে এমভি আরভিকা। এখান থেকে ২৪ হাজার মেট্রিক টন কয়লা খালাস শেষে বন্দরের জেটিতে আনা হবে। পরে এখান থেকে নেওয়া হবে বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে।  

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটে বিদ্যুৎ উৎপাদন করতে দিনে পাঁচ হাজার টন কয়লা প্রয়োজন হয়। সে হিসেবে নিয়মিত কয়লা আসবে এবং বিদ্যুৎ উৎপাদন অব্যাহত থাকবে বলে জানায় কর্তৃপক্ষ।
 
এর আগে ২০২২ সালের ১৭ ডিসেম্বর এ বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট উৎপাদনে যায়। এরপর কয়েক দফা বন্ধ হলেও বর্তমানে কেন্দ্রটির দুটি ইউনিট চালু রয়েছে। দুই ইউনিট মিলে এ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক হাজার ৩২০ মেগাওয়াট।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।