ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিদ্যুৎ ও জ্বালানি

জাতীয় গ্রিডে বিপর্যয়: দেড় ঘণ্টা বিদ্যুৎহীন সিলেট বিভাগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
জাতীয় গ্রিডে বিপর্যয়: দেড় ঘণ্টা বিদ্যুৎহীন সিলেট বিভাগ

সিলেট: আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহে বিপর্যয় ঘটায় দেড় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল সিলেট বিভাগ।

সোমবার (২৪ জুলাই) দুপুর ১টা ১০ মিনিটে এ বিপর্যয় ঘটে।

এরপর বিকেল পৌনে ৩টার দিকে সরবরাহ কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিতরণ অঞ্চল সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির বলেন, গ্রিড ফেল করায় আশুগঞ্জ থেকে ১৩২ কেভি সার্কিট দুটি বন্ধ থাকায় সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হতে ৪ থেকে ৫ ঘণ্টা লাগবে।  

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেট এফ-এর নির্বাহী প্রকৌশলী ফজলুল করিম বলেন, আশুগঞ্জ গ্রিড ফেল করায় ১৩২ কেভি সার্কিট দুটি বন্ধ থাকায় বিদ্যুৎ সরবরাহে সমস্যা হয়। এতে পুরো সিলেট দুপুর ১টা ১০ মিনিট থেকে বিদ্যুৎহীন হয়ে পড়ে। বিকেল পৌনে ৩টার দিকে কিছু কিছু স্থানে সরবরাহ চালু করা গেলেও পুরোপুরি স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা লাগবে।  

গত কিছুদিন ধরে সিলেটে বিদ্যুৎ সমস্যা প্রকট হয়ে উঠেছে। চাহিদার তুলনায় জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম হওয়াতে লোডশেডিং বেড়ে গেছে। এতে সর্বসাধারণকে ভোগান্তি পোহাতে হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।