ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে দিলীপ বড়ুয়া

ঢাকা: সাবেক শিল্পমন্ত্রী বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া করোনায় আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) সাম্যবাদী দল (এম এল) থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

 

এতে বলা হয়, বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) সাধারণ সম্পাদক জননেতা কমরেড দিলীপ বড়ুয়া কোভিড- ১৯ আক্রান্ত হয়ে সোমবার (১০ জানুয়ারি) থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিবৃতিতে বাংলাদেশের সাম্যবাদী দলের (এম এল) পক্ষ থেকে কমরেড দিলীপ বড়ুয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।


বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২ 
আরকেআর/এসআইএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।