ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

লক্ষ্মীপুর জেলা কৃষকদলের নতুন কমিটি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
লক্ষ্মীপুর জেলা কৃষকদলের নতুন কমিটি  মামুন ও সোহেল

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর জেলা কৃষক দলের নতুন কমিটি গঠন করা হয়েছে।  

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় কৃষকদলের দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাঁচ সদস্য বিশিষ্ট নতুন কমিটি প্রকাশ করা হয়।

একই বিজ্ঞপ্তিতে বাতিল করা হয় পূর্বের কমিটি।  

কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।  

নতুন কমিটির সভাপতি হয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাহবুবব আলম মামুন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সদর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান সোহেল।  

কমিটির সিনিয়র সহ-সভাপতি হয়েছেন শাহ মো. এমরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সাবেক ছাত্রনেতা নাছির আলম মিশন।

আগামী ১৫ দিনের মধ্যে জেলা কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

বাংলাদেশ সময়: ০৮১১ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।